১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`
অপারেশন ‘ডেভিল হান্ট’

হাতিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৭ নেতা আটক

- ছবি : নয়া দিগন্ত

অপারেশন ‘ডেভিল হান্টের' প্রথম দিনে হাতিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ সাতজনকে আটক করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ (৬৪), হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২৬), ৩ নম্বর ওয়ার্ডের মরহুম আব্দুস শহিদের ছেলে আবুল কালাম বিটু (৪৪), নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৩১), তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান (২৪), হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ (৪৩) ও আব্দুল জাহের (৩৯)।

সূত্রে জানা গেছে, হাতিয়া উপজেলায় নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদকে ওছখালী পুরাতন বাজারের ৩ নম্বর ওয়ার্ড হতে আটক করে। পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরো ছয়জনকে আটক করে যৌথবাহিনী। অভিযানে একটি প্লাস্টিকের হাতলযুক্ত ধারালো ছুরি, একটি ধারালো কুড়াল, দু’টি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি ও তিনটি লম্বা তলোয়ার উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর হাতিয়া থানায় এটি প্রথম অভিযান ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ সফরে আসছেন জাতিসঙ্ঘের সহকারী মহাসচিব ১৫ ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক মোরেলগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক ৪ মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ঝিনাইদহে ভাঙচুর মামলায় ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে বেরোবির প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল না করলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন বিচারপতি আবদুর রউফ সিলেটে আ’লীগের একাধিক নেতাকে জামিন, জেলা বিএনপির হুঁশিয়ারি গাজীপুরে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত বৈষম্যবিরোধী ছাত্ররা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সম্ভাবনা কতটুকু? চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সঙ্কট

সকল