০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাওয়ায় জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে : শামসুল ইসলাম

লোহাগাড়ার উত্তর আমিরাবাদ চট্টলাপাড়া বায়তুল ইকরাম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম। - ছবি : নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও লোহাগাড়া-সাতকানিয়ার সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে দেশে বৈষম্য, দুর্নীতি ও অর্থপাচার থাকবে না। জামায়াতের ইসলামী নেতারা সেটাই করতে চেয়েছিলেন। কিন্তু তাগুত শক্তি এই তৎপরতা থামিয়ে দেয়ার জন্য নানা কায়দায় জামায়াতে ইসলামীর নেতাদেরকে হত্যা করেছে।

শুক্রবার (৭ ফেব্রয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ চট্টলা পাড়ায় বায়তুল ইকরাম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সারাজীবন পবিত্র কোরআনের তাফসির করেছেন। তিনি মানুষকে ইসলামের পথে ডেকেছেন। পবিত্র কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করেছেন। কিন্তু আওয়ামী লীগ তাকে গ্রেফতার করে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছিল। পরে মেডিক্যাল কিলিংয়ের মাধ্যমে তাকে হত্যা করে।

তিনি বলেন, একইভাবে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাহকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। তাদের কোনো অপরাধ ছিল না। তাদের কাজ ছিলো পবিত্র কোরআনের রাজ কায়েম করা। আর সেটা সহ্য করেনি আওয়ামী লীগ ও তার মিত্ররা।

সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ হাসান, সাবেক চেয়ারম্যান মাওলানা নুরুল আলম চৌধুরী ও এনামুল হক ও প্রবীণ জামায়াত নেতা চৌধুরী মোহাম্মদ ছালেহ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
মার্কিন নিষেধাজ্ঞা আইসিসি’র স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে : ইইউ দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপি পাঁচ বছরের মধ্যে প্রথমবার সুদের হার কমাল ভারতের কেন্দ্রীয় ব্যাংক মৌলভীবাজারের ৪ সংসদীয় আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার চাঁপাই সীমান্তে বাংলাদেশী কৃষককে ‘পিটিয়ে হত্যা’ করল বিএসএফ আবারো শিরোপায় চুমু আঁকল বরিশাল ভালো কথাটা সবার আগে বলা উচিৎ, ফেসবুকে বিদ্রুপ মন্তব্য করা হচ্ছে : ডা. শফিকুর রহমান চুয়েটের হল থেকে ছাত্রলীগের ১৮ নেতাকর্মী বহিষ্কার, ৩ জনকে শোকজ সচিবালয়ের পরিণতি যেন ৩২ নম্বরের মতো না হয় : হাসনাত আবদুল্লাহ ৫৩ শিক্ষার্থীকে বৃত্তি দিলো বাকৃবি ছাত্রশিবির

সকল