০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

পানছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

আঞ্চলিক উপজাতীয় সংগঠনের এক সদস্যকে একটি পিস্তল ও গুলিসহ আটক করা হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূর্ণমোহনপাড়া থেকে আঞ্চলিক উপজাতীয় সংগঠনের এক সদস্যকে একটি পিস্তল ও গুলিসহ আটক করেছে যৌথবাহিনীর টহল দল।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টায় উপজেলার লতিবান ইউপির গঙ্গারাম পাড়া থেকে ওপেন্দ্র ত্রিপুরা (৩৪) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি মৃত বীরেন্দ্র ত্রিপুরার ছেলে উপজাতীয় আঞ্চলিক সংগঠনের সদস্য। তিনি ওপেন্দ্র ত্রিপুরা ইউপিডিএফের সদস্য বলে স্বীকার করেছেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, যৌথ অভিযানে আটক ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা দিয়ে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও অবৈধ চোরাচালান, মাদক নিয়ন্ত্রণসহ সন্ত্রাস নির্মূলে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement