০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

হাতিয়ায় ছাত্র-জনতা পোড়াল সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়ি

হাতিয়ায় ছাত্র-জনতা পোড়াল সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়ি - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়ি আগুনি পুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড লক্ষ্মীদিয়া বড় পোল ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ব্রিকফিল্ড বাজারের পাশে অবস্থিত দু’টি বাড়িতেই আগুন দেয়া হয়।

এর আগে রাত ১১টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা স্লোগান দিয়ে এসে বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে মোহাম্মদ আলীর সমর্থকরা তাদের ধাওয়া করে। এতে উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। উভয়পক্ষের কয়েকজনের আহতের খবর পাওয়া যায়। পরে রাত ২টার পর মোহাম্মদ আলীর সমর্থকরা চলে গেলে আগুন দেয়া হয় তার বাড়িতে।

অন্যদিকে রাত ১২টার দিকে মোহাম্মদ আলীর মালিকানা যাত্রীবাহী ট্রলারে আগুন দেয়ার খবর পাওয়া যায়। এতে নলচিরা ঘাটে তীরে অবস্থান করা চারটি ট্রলার ও পাঁচটি স্পিডবোট পুড়ে ছাঁই হয়ে গেছে।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, রাতের অন্ধকারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সাবেক এমপি মোহাম্মদ আলীর বাসভবনে হামলা ও অগ্নি সংযোগ করে। পরে তারা নলচিরা ঘাটেও স্পিডবোট ও ট্রলারে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। এ ঘটনায় কোনো আটক নেই।


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা সরকারি মেডিক্যালে ভর্তির সময়সীমা বাড়ল হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মেয়র আতিক কারাগারে দেশবাসীকে ধৈর্য্য ও শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান সালাহউদ্দিন আহমেদের ইমন-নাফের ফিফটি, বড় পুঁজির দিকে চিটাগাং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুক্তসহ ৩ জন কারাগারে রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে : ড. হেলাল উদ্দিন জাতীয় বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সহিংস ভাঙচুর প্রতিরোধে সরকারের ভূমিকায় টিআইবি’র ক্ষোভ পাওয়ার প্লে কাজে লাগিয়ে ছুটছে চিটাগাং

সকল