বাংলাদেশকে হাসিনা তার পৈত্রিক সম্পত্তিতে পরিণত করেছিল : মাওলানা শাহজাহান
- সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690371_195.jpg)
‘বাংলাদেশকে শেখ হাসিনা তার পৈত্রিক সম্পত্তিতে পরিণত করেছিল’ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, এই বাংলাদেশ শেখ হাসিনার পৈত্রিক সম্পত্তি নয়। আমাদের দামাল সন্তানেরা জুলাই-আগস্ট বিপ্লবে বিরোচিত ভূমিকা পালন করে এই ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। এই ফ্যাসিবাদ আর বাংলাদেশে ফিরে আসতে পারে না আমরা আর ফিরে আসতে দেবো না ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়াস্থ সাতকানিয়া আদর্শ মহিলা মাদরাসা মাঠে মিথ্যা মামলার আসামি, কারা নির্যাতিত ও আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আহতদের নিয়ে প্রীতিভোজ ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ফ্যাসিবাদের ফিরে আসার রাস্তা আমরা যদি চিরতরে বন্ধ করতে চাই তাহলে আগামীতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণ এবং ইসলামের যারা প্রতিনিধিত্ব করবে সেই ধরনের লোকগুলোকে আমাদের আগামীতে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে পাঠাতে হবে। অতীতে সরকার চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি দূর করতে পারেনি সেজন্য দেশের অধিকাংশ মানুষ জামায়াতে ইসলামীকে আগামীতে ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যরা দিনে নয়, রাতের ভোটে সরকার গঠন করেছিল। তাদের পার্লামেন্ট বৈধ ছিল না। তারা নির্বাচনের নামে প্রহসন করে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। তাই আমরা আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রসর হচ্ছি।’
তিনি বলেন, ‘সাতকানিয়া-লোহাগাড়া ১৭ জন শহীদের ময়দান। আল্লাহর দ্বীন কায়েমের কাজ করতে গিয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে সাতকানিয়ার মাটিতে শুয়ে আছেন ১১ জন আর লোহাগাড়ার মাটিতে শুয়ে আছেন আমাদের ছয়জন। এই সাতকানিয়া-লোহাগাড়া সংসদীয় আসনটি ১৭ জন শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। এই জমিন আমাদের বিজয়ের জমিন, শাহাদাতের ও মজলুমের জমিন। এই জমিন থেকে আমরা আগের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য এমপি পাঠাবো ইনশাআল্লাহ।’
চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সাংসদ ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন ও পৌরসভার আমির অধ্যক্ষ হামিদ হোছাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির প্রকৌশলী নজরুল ইসলাম, মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলার অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল হোছাইন, দক্ষিণ জেলার কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, জামায়াত নেতা ডা: আবদুল জলিল, সাতকানিয়া উপজেলা আমির কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা আমির আসাদ উল্লাহ ইসলামাবাদী, সাঙ্গু থানার আমির মাস্টার সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল্লাহ আসিফ আরমান, ডা: নুরুল হক, লোহাগাড়া জামায়াতের সেক্রেটারি আবুল কালাম ও দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ওয়াজেদ আলী প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেন, ‘বিচার ব্যবস্থা, অর্থনীতি, সংবিধান ও আইনশৃঙ্খলার সংশোধন ছাড়া এ দেশে নির্বাচন হবে না। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের হত্যা ও আহত করে আওয়ামী ফ্যাসিবাদীরা যে অপরাধ করেছে, তাদের বিচার ও কর্মের হিসাব কড়ায়-গণ্ডায় পুষিয়ে দেয়া হবে। আর ভারত ও হিন্দুস্থানের বিরুদ্ধে কোনো ডাক এলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলায় সকলকে এগিয়ে যেতে হবে।’