সড়ক দুর্ঘটনায় দাদি নিহত, আহত নাতি
- মতলব (চাঁদপুর) সংবাদদাতা
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৯
চাঁদপুরের মতলব উত্তরে ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে নূরজাহান (৬০) নামে এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এদিকে সাথে থাকা ছোট্ট নাতিকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের সুগন্ধি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালীপুর থেকে আসা ইটবোঝাই করা একটি ট্রলি দাদি ও নাতিকে এক সাথে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন দাদি। তবে পাঁচ বছরের নাতি মোরসালিন গুরুতর আহত হয়। পরে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।
নিহত নূরজাহান বেগম দশানী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
এদিকে চাপা দেয়া ট্রলির ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো: রবিউল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা