কক্সবাজারে ২৮ মামলার আসামি আশিক গ্রেফতার
- কক্সবাজার অফিস
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৪
কক্সবাজার শহরের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও ২৮ মামলার আসামি আশিকুল ইসলাম আশিককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: জসিম উদ্দিন চৌধুরী।
গ্রেফতার হওয়া আশিক কক্সবাজার পৌরসভার মধ্যম বাহারছড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আশিকের বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, মারামারিসহ মোট ২৮টি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘দীর্ঘ দিন ধরে আশিক কক্সবাজারে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিল। তার হাত থেকে রেহাই পায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও । তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা