শেখ হাসিনা নৌকা নিয়ে ভারতে চলে গেছেন : রেহানা আক্তার
- সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪০
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690093_16.jpg)
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু বলেছেন, ‘চশমা আলী বুবুজান, নৌকা নিয়ে ভারত যান।’ ইতোমধ্যে দেশের গণমানুষের মুখে মুখে স্লোগানটি বাস্তবে পরিণত হয়েছে। তিনি নৌকা নিয়ে ভারতে চলে গেছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত সমাবেশের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় রেহানা আক্তার রানু বলেন, ‘শেখ হাসিনা তার স্বামীর সংসারে চলে গেছেন। সেখানে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আপনার আর কোনো ষড়যন্ত্রে লাভ হবে না। মোদি আপনার দেখা-শুনা করবেন।’
আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় আহ্বায়ক আতিকুরের সভাপতিত্বে ও ফেনী বিএনপি নেতা মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু, নির্বাহী কমিটির সদস্য বরকত উল্যাহ বুলু, জয়নাল আবদীন ফারুক, আব্দুল লতিফ জনি, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব খোকা, নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু প্রমুখ।
প্রায় একযুগ পর সোনাগাজী বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে উপজেলার সর্বত্রই ছিল উৎসবের আমেজ। আজ সকাল থেকেই জেলা ও উপজেলা থেকে বিভিন্ন রঙ-বেরঙের ব্যানার ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে নেতাকর্মীরা আসতে থাকেন। দুপুর ১২টার আগেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা