০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

সব হত্যাকাণ্ডের বিচার দেশের মাটিতেই হবে : অলি আহমেদ

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম - ছবি : নয়া দিগন্ত

সব হত্যাকাণ্ডের বিচার দেশের মাটিতেই হবে মন্তব্য করে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘মহান আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমরা নমরুদের হাত থেকে মুক্ত হয়েছি। কিন্তু ফেরাউনের বংশধররা চন্দনাইশসহ দেশের বিভিন্ন স্থানে রয়ে গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় কাঞ্চনাবাদ এলডিপির সভাপতি আবুল বশর কোম্পানির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী, দক্ষিণ জেলার এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, উপজেলায় এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আক্তার আলম, চন্দনাইশ পৌরসভা এলডিপি সভাপতি এম আইনুল কবি, উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও এলডিপি নেতা আব্দুর রহিম বাদশা, বক্তব্য দেন এলডিবি নেতা মোহাম্মদ রফিক প্রমুখ।


আরো সংবাদ



premium cement