০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

নাইক্ষ্যংছড়ির বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশী আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত তরিক উদ্দিন - ছবি : নয়া দিগন্ত

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে তরিক উদ্দিন (১৮) নামের এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার বাঁ-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মিয়ানমার সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের বিদ্রোহীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

আহত আলী তরিক উদ্দিন রামুর মহিষকুম গ্রামের আহমদ রশিদ ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তরিক উদ্দিনসহ আরো কয়েকজন সীমান্তের ৪৮ নম্বর সীমান্ত পিলারের কাছে গেলে বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়। এতে তিনি পরে সাথে থাকা লোকজন আহত তরিক উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন নামের একজনের আহত হওয়ার খবর শুনেছি। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, বেশ কিছু দিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার বেড়েছে। নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি ওপার থেকে আসছে ইয়াবাসহ অবৈধ গরু।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সূত্রে জানা যায়, বিজিবির তৎপরতায় চোরাকারবারিরা প্রধান রুট ব্যবহার করতে ব্যর্থ হয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প পথ বেছে নিচ্ছে, যেখানে মাইন বিস্ফোরণের শিকার হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জানুয়ারি নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আলী হোছেন (৩৭) ও মো: আরিফ উল্লাহ (৩৫) নামে দুই বাংলাদেশী যুবক আহত হয়েছিল।


আরো সংবাদ



premium cement

সকল