পটিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪
চট্টগ্রামের পটিয়ায় সকালে হাঁটতে বের হয়ে ট্রেনে কাটা পড়ে রাজন দত্ত (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে কক্সবাজার রেলপথের পটিয়া ধলঘাট রেলওয়ে স্টেশনের সন্নিকটে এ ঘটনা ঘটে।
রাজন দত্ত উপজেলার হালগাট ইউনিয়নের তথ্য বাড়ির মিলন তত্ত্বের ছেলে বলে জানা গেছে।
রাজন দত্তের মামাত ভাই গৌতম দে জানান, তার ভাই রাজন দত্ত সামান্য ডায়াবেটিসে ভুগছিলেন ওই কারণে তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হয় আজ শুক্রবার রেললাইন ধরে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের উপ-পুলিশ পরিদর্শক আবুল কাশেম বায়জিদ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সকালে রাজন দত্ত হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের পুলিশ পরিদর্শক (জিআরপি) শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে শুক্রবার দুপুরে নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ হস্তান্তর করা হয়েছে।