ফেনীতে ‘জুলাই ২৪’ শহীদ চত্ত্বর নির্মাণ কাজ উদ্বোধন
- ফেনী অফিস
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:২০
২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিরক্ষায় ফেনী শহরের হাসপাতাল মোড়ে শহীদ চত্ত্বর নির্মাণের উদ্যোগ নিয়েছে পৌরসভা।
আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন এটি নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় ৪ আগস্ট শহরের মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী ইসতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমেদ ছাড়াও ছাত্র প্রতিনিধি আরমান হোসেন রাফি, সোহরাব হোসেন শাকিল, সালেহউদ্দিন শাওন, আর্কিটেক্ট মোশারফ হোসেন সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন জানান, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপনে পৌরসভার পক্ষ থেকে শহীদ চত্ত্বর নির্মাণের উদ্যোগ নেয়া হয়। পৌরসভার রাজস্ব তহবিল থেকে ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য চত্ত্বরে শহীদদের নাম ও ফলক থাকবে। আগামী দু’মাসের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা