‘জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ’
- লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২২ জানুয়ারি ২০২৫, ১৮:১৩
বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ মন্তব্য করে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে জনগণের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।’
বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া সুইস পার্ক কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় প্রায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম, অ্যাস্ট্যিান্ট সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, প্রফেসর জালাল আহমদ, প্রফেসর মো: হাসান প্রমুখ।
শাহজাহান চৌধুরী বলেন, ‘সারাদেশে তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। এমন সময় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তৎপরতা অব্যাহত রেখেছে।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এদশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, ধনী-গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা