পানছড়ি-খাগড়াছড়ি সড়কে উপজাতি সন্ত্রাসীদের হামলায় আহত ৩
- পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
- ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:১৬
খাগড়াছড়ির পানছড়ি-খাগড়াছড়ি সড়কের লতিবান প্রিন্সিপাল পাড়া সংলগ্ন এলাকায় উপজাতি সন্ত্রাসী কর্তৃক ৩ বাঙ্গালীকে মারধোর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানায়।
আহত ব্যক্তিরা হলেন- পানছড়ি উপজেলার দমদম গ্রামের আজাদ হোসেন বাবু (২২),কলোনি পাড়ার মোহাম্মদ সোহাগ (২৩) ও মধ্যনগরের আব্দুর রহিম (২৪)। আজাদ হোসেন বাবুর অবস্থা আশঙ্কজনক।
ভুক্তভোগী আহত আব্দুর রহিম জানান, খাগড়াছড়ি থেকে মোটরসাইকেলে তিনজন একসাথে পানছড়িতে বাড়ি ফেরার পথে লতিবান প্রিন্সিপাল পাড়া এলাকায় উপজাতি সন্ত্রাসীরা তাদের সিগন্যাল দিয়ে থামায় । প্রথমে পরিচয় জানতে চেয়ে এনআইডি কার্ড বের করতে বলে। আইডি কার্ড দেখাতে দেখাতে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয় ও তাদের মারতে থাকে। সেখান থেকে একজন পালিয়ে গিয়ে থানায় খবর দেয়। বাকী দুইজন আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে।
উদ্ধারকারী পানছড়ি থানার এস আই আব্দুল আওয়াল বলেন, ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করি। ঘটনাস্থলে গিয়ে আক্রমনকারীদের কাউকে পাইনি। আক্রমনের শিকার আহতরা জানায়, তাদেরকে উপজাতীয় কিছু লোক আটকিয়ে মারধোর করে মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। পরবর্তী অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা