কক্সবাজারে স্বামীর হাতে স্ত্রী খুন
- চকরিয়া (উপকূল) সংবাদদাতা
- ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯
কক্সবাজারের চকরিয়ায় স্ত্রী হাফসা বেগমকে (২৩) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মেহেদী হাসানের (২২) বিরুদ্ধে।
শুক্রবার (১৭ জানুয়ারি) পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় দুপুর ১টার দিকে স্বামী-স্ত্রীর মাঝে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্ত্রী হাফসা বেগম ছুরিকাঘাতে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে আবদুল হামিদের স্ত্রী পারভীন আক্তারও ছুরিকাঘাতে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তার শাশুড়িকে হাসপাতালে নেয়া হয়। নিহত হাফসা বেগম নিউ মার্কেটের ব্যবসায়ী আবদুল হামিদের মেয়ে বলে জানা গেছে।
মেহেদী হাসান উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আজমুল্লা পাড়ার মরকাজ মসজিদ-সংলগ্ন আবুল কাসেমের ছেলে। ঘটনার পর মেহেদী পালিয়ে গেছেন।
স্থানীয় লোকজন ও হামিদ জানায়, তিনি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যান। হঠাৎ চিৎকার শুনে তিনি ও স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখে তার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় তার স্ত্রীকেও আহত অবস্থায় দেখে জানতে পারেন মেহেদী তার স্ত্রী হাফসাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ সময় তার শাশুড়িও আহত হন।
হামিদ বলেন, তিনি দ্রুত চকরিয়া সরকারি হাসপাতাল দু'জনকে নিলে কর্তব্যরত ডাক্তার তার মেয়ে হাফসাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। হাসপাতালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযুক্ত মেহেদীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’