১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

প্রবাসে মারা যাওয়া রেমিটেন্স যোদ্ধার পরিবারকে জামায়াতের সহায়তা

-

পরিবারের সুখের আশায় মালয়েশিয়ায় উপার্জন করতে গিয়ে সেখানে কয়েকদিন আগে অসুস্থ হয়ে মারা যান অহিদুর রহমান মিলন।

শুক্রবার সকালে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ঘাগরা এলাকার মোকলেছুর রহমান ভূঞার বাড়িতে গিয়ে মিলনের পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান। মিলনের দু’ছেলে আতিকুর রহমান মাহির ও তাওফিকুর রহমান মাহাদির হাতে দু’লাখ ৩০ হাজার টাকা তুলে দেন।

এ সময় মিলনের ভাই মিজানুর রহমান ছাড়াও জামায়াতের ইউনিয়ন আমির ফয়েজ উল্যাহ, সেক্রেটারি হাফেজ ইয়াছিন, ওয়ার্ড সভাপতি হুমাউন কবির ও সেক্রেটারি হাফেজ বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

মুফতি আবদুল হান্নান বলেন, ‘মানবতার সেবায় জামায়াতে ইসলামী কাজ করছে। মরহুমের পরিবারের সহায়তায় জামায়াত সবসময় পাশে থাকবে।’

তিনি আরো জানান, জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাছুম ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানছুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিলনের সন্তানদের সমবেদনা ও পরিবারের খোঁজ-খবর নেন।


আরো সংবাদ



premium cement