কুবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২ ফেব্রুয়ারি
- কুবি প্রতিনিধি
- ১৬ জানুয়ারি ২০২৫, ২০:২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২ ফেব্রুয়ারি ২০২৫ এবং শেষ হবে ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভিসি অধ্যাপক ড. মো: হায়দার আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়‚ ‘নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) প্রথম বর্ষ (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখ 'সি' ইউনিট সকাল ১০টায়, ৩ মে ২০২৫ তারিখ 'এ' ইউনিট সকাল ১০টায় এবং 'বি' ইউনিট বিকেল ৩টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত যেকোনো সময় এবং বন্ধের দিনও আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।’
উল্লেখ্য‚ এ সংক্রান্ত বিস্তারিত সকল তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও কুবি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা