২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

বান্দরবানে অপহৃত ৭ তামাক চাষি উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

বান্দরবানের লামায় অপহৃত সাত তামাক চাষিকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে সরই ইউনিয়নের দুর্গম মেরেইত্ত্যা বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এর আগে, মঙ্গলবার ভোর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বমুখাল এলাকায় একটি খামারবাড়িতে হামলা চালিয়ে তাদের অপহরণ করে।

অপহৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আমিন (৪০) ও তার ছেলে মোহাম্মদ সাকিব (১৫) এবং তামাক চাষের সাথে জড়িত আরো পাঁচজন শ্রমিক।

জানা গেছে, সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ অভিযান শুরু করে।

সূত্রে জানা গেছে, জনসংহতি সমিতি সমর্থিত একটি সশস্ত্র গ্রুপ এই অপহরণের ঘটনা ঘটিয়েছে। এর আগেও তারা তামাক চাষিদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সম্মিলিত অভিযানের মুখে সন্ত্রাসীরা তামাক চাষিদের ছেড়ে পালিয়ে যায়।


আরো সংবাদ



premium cement




up