১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

কক্সবাজারে সাবেক কাউন্সিলর টিপু হত্যা: প্রতিশোধ ও আধিপত্য বিস্তারের গল্প উন্মোচন

- ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে। হত্যাকাণ্ডের পেছনে ছিল প্রতিশোধ, আধিপত্য বিস্তার এবং স্থানীয় দ্বন্দ্ব। বুধবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, গত ৯ জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে টিপুকে গুলি করে হত্যা করে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু (২৭)। পাপ্পু খুলনার শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী নেতা শহিদুল ইসলাম ওরফে হুজি শহীদের ভাতিজা। উল্লেখ্য, ২০১৫ সালে হুজি শহীদকে হত্যা করা হয় এবং টিপু সেই হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশের তদন্তে উঠে এসেছে, হুজি শহীদ হত্যার প্রতিশোধ এবং স্থানীয় দ্বন্দ্বের জের ধরে টিপুকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ঋতু (২৪) নামের এক নারী এই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গোলাম রসুল (২৫) নামের আরেক যুবকসহ কয়েকজন এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল।

মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলার জিরি থানাধীন কাপনা পাহাড় এলাকা থেকে ঋতু, পাপ্পু ও গোলাম রসুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের দেয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার কলাতলীর কক্স কুইন রিসোর্টের একটি কক্ষ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, ঋতু কক্সবাজার ঘুরতে এসে টিপুর সাথে হোটেলে উঠেছিলেন। হত্যাকাণ্ডের পর তদন্তকারীরা হোটেল কক্ষে পাওয়া একটি লাগেজ ট্যাগের সাহায্যে হত্যাকারীদের সন্ধান পায়। তথ্য প্রযুক্তির সাহায্যে ঋতুর সন্ধান পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, হুজি শহীদ হত্যার প্রতিশোধ ছাড়াও স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব, ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন ইত্যাদি এই হত্যাকাণ্ডের পেছনে কারণ হতে পারে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা হবে। হত্যার সাথে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নি-প্রতিরোধ মহড়া ১৯ জানুয়ারি পাটগ্রামে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল দিল বিএসএফ ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি আরো ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব কারাজীবনের অবসান, কাল মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর সীমান্ত ইস্যু এক দিনে সমাধান সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এনবিআরের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ : সংস্কার কমিশন গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শরীয়তপুরে ছাত্র আন্দোলনে নিহত জালালের লাশ উত্তোলন

সকল