১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

মিরসরাইয়ে ৫ নারী ছিনতাইকারী আটক

মিরসরাইয়ে আটক হওয়া নারী ছিনতাইকারী সদস্যরা - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামে মিরসরাইয়ের বারইয়ারহাটে ছিনতাই করার সময় ছিনতাই চক্রের পাঁচ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বারইয়ারহাট পৌরসভার মিয়াজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আটক নারীরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আব্দুল মালেকের স্ত্রী শারমিন বেগম (২৪), আব্দুল্লাহ মণ্ডলের স্ত্রী পারভীন বেগম (২২), মিনারুল মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৬), রফিকুল ব্যাপারীর স্ত্রী মৌসুমি আক্তার (২২) ও জেলার ভুয়াপুর থানার মো: সুমনের স্ত্রী সুমি বেগম (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে বারইয়ারহাট পৌরসভার মিয়াজীর মার্কেটের সামনে স্থানীয়রা তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিভিন্ন দোকানে টাকা চুরির কথা স্থানীয়দের কাছে স্বীকার করে তারা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, ‘বারইয়ারহাট পৌর এলাকায় টাকা চুরি করার সময় পাঁচ নারী ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement