১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

মিরসরাইয়ে মহামায়া লেক থেকে ৪ হাজার মিটার জাল জব্দ

মহামায়া লেকে জব্দ করা কারেন্ট জালসহ বনবিভাগের কর্মকর্তারা - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে পর্যটনকেন্দ্র মহামায়া লেকে অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ কারেন্ট ও ফাঁস জাল জব্দ করেছে বনবিভাগ।

শনিবার (১১ জানুয়ারি ) চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে একদল বনরক্ষী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মহামায়া লেক থেকে এসব জাল জব্দ করেন।

বনবিভাগ সূত্রে জানা যায়, শনিবার মহামায়া লেকের দক্ষিন-পূর্ব পাশে ২০ থেকে ২৫ জনের একটি চক্র অবৈধভাবে লেকে প্রবেশ করে কারেন্ট ও ফাঁস জাল পাতার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বনরক্ষীদের টহল দলের ইঞ্জিন চালিত বোটের শব্দ শুনে বিচ্ছিন্ন অবস্থায় বস্তাভর্তি জাল ফেলে রেখে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে আসামিদের ফেলে যাওয়া অবৈধ চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে রেঞ্জ হেফাজতে মজুদ রাখা হয়।

চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, ‘জালগুলো জব্দ করে বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন, ‘মহামায়া লেক আমাদের প্রাকৃতিক সম্পদ। এখানে অবৈধভাবে হক নষ্ট করার সুযোগ নেই। এসব চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’


আরো সংবাদ



premium cement