১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

বান্দরবানে স্থানীয়দের সহায়তায় অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক

আলীকদমে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে আটক ব্যক্তিরা - ছবি : নয়া দিগন্ত

বান্দরবানের আলীকদমে স্থানীয়দের সহায়তায় অনুপ্রবেশকালে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৫৮ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অনুপ্রবেশে সহায়তার অভিযোগে স্থানীয় পাঁচ নাগরিককে আটক করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) ভোর রাতে আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৭-বিজিবির জেসিও নায়েব সুবেদার মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বুচির মুখ এলাকায় পরিচালিত অভিযানে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশুসহ ৫৮ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটক করা হয়েছে। এ সময় মানবপাচারের সাথে জড়িত পাঁচজন স্থানীয় নাগরিককেও আটক করা হয়। এছাড়া একটি ড্রাম ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকল জব্দ করা হয়েছে।

রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশে সহায়তার অভিযোগে আটক পাঁচজন হলেন আলীকদম দক্ষিণ নয়া পাড়ার মো: আনোয়ার হোসেনের ছেলে মো: আরিফুল ইসলাম (২৫), আলীকদম খুইল্যা মিয়া পাড়ার মো: আবদুর রহিমের ছেলে মো: নজরুল ইসলাম (৪০), আলীকদম নয়া পাড়ার মো: সোনা মিয়ার ছেলে মো: জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নের মরহুম আবুল হোসেনের ছেলে মো: আবু হুজাইফা (৩২) ও আলীকদম নয়াপাড়ার মরহুম আনু মিয়ার ছেলে মো: খোরশেদ আলম (৫৭)।

থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তাদেরকে বিজিবির পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement