০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

বাংলার মাটিতেই গুম-হত্যার বিচার হবে : ব্যারিস্টার রুমিন ফারহানা

মতবিনিময়কালে ব্যারিস্টার রুমিন ফারহানা - ছবি : নয়া দিগন্ত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলার মাটিতে গুম এবং নির্বিচারে মানুষ হত্যার বিচার হবে। যারা এ ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের কারো রেহাই নাই। তিনি বলেন, নির্বাচন যত শিগগির হবে, দেশটা তত শিগগির স্থিতিশীলতার দিকে যাবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা দ্রব্যমূল্যের কোনো কিছুই অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা আল আমিন এর বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘গত ১৫ বছর একটা দুঃসহ অবস্থার মধ্যে ছিল দেশ। সেখান থেকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সরকার গঠিত হয়েছে। আমরা প্রথমে শুনেছিলাম, পুলিশ-প্রশাসন সরকারকে সেভাবে সাহায্য করছে না। এখনো বিষয়গুলো অতটা স্থিতিশীল অবস্থায় আসেনি। দেশী-বিদেশী বিনিয়োগও সেভাবে হচ্ছে না।’

তিনি বলেন, ‘মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে কবে ভোট দেবে, কবে একটি নির্বাচিত সরকার আসবে। তাই যত শিগগির নির্বাচন হয় ততই ভালো। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬-এর জুনে নির্বাচন হবে। এতে আমরা সর্বশেষটা ধরে নিতে পারি, ২০২৬-এর জুনেই নির্বাচন হবে।’

তিনি আরো বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার প্রয়োজন। তাকে বিগত সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাকে চিকিৎসা নিতে দেননি। দেশের চিকিৎসকরা বলেছেন, তার চিকিৎসা দেশে হওয়ার কোনো উপায় নেই। তার শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে দীর্ঘ সময় তিনি দেশের বাইরে যেতে পারেননি। আশা করছি, বিদেশে চিকিৎসা নিয়ে শিগগির সুস্থ হয়ে তিনি তার নেতাকর্মী এবং দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।’

চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিমের সভাপতিত্বে এ সভায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement