০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

ফেনীতে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ

ইফতেখার মুনতাসির আবির - ছবি : নয়া দিগন্ত

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (৬ জানুয়ারি) আওয়ামী লীগ সরকার পতনের প্রায় পাঁচ মাস পর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে গেলে ইফতেখার মুনতাসির আবির নামে ওই ছাত্রলীগকর্মীকে শিক্ষার্থীরা আটক করে পুলিশে দেয়।

আটক ইফতেখার সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া এলাকার মরহুম ইয়াছিনের ছেলে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন জানান, ‘গ্রেফতার ইফতেখারকে ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে ওয়াকিল আহমেদ শিহাব হত্যা মামলায় আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ওই মামলায় ৮ জন এজাহারভুক্ত ও সন্দেহভাজন ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement