০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

কুমিল্লায় ২৪ দিন ধরে ভিক্ষুকের আশ্রয়ে অন্তঃসত্ত্বা যুবতী

মিলছে না স্বজনদের সন্ধান
কুমিল্লার দেবিদ্বারে ভিক্ষুকের কাছে আশ্রয় নেয়া যুবতী - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে ভিক্ষুকের ঘরে ২৪ দিন ধরে আশ্রয়ে আছেন নাম না জানা এক অন্তঃসত্ত্বা যুবতী। তিনি বাক ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় নাম ও পরিচয় বলতে পারছেন না। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মিলছে না তার পরিবার কিংবা স্বজনদের।

গ্রামের তীব্র শীত ও দারিদ্রতার মাঝে প্রায় আট মাসের অন্তঃসত্ত্বা এই যুবতীকে নিয়ে বিপাকে আছেন উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের ভিক্ষুক আয়েশা বেগম।

স্থানীয়রা জানায়, গত ১২ ডিসেম্বর আয়শা বেগম সুবিল বাজারে ভিক্ষা করার সময় ১৯ থেকে ২০ বছর বয়সী বাক ও বুদ্ধি প্রতিবন্ধী গর্ভবতী মেয়েটির সাথে তার দেখা হয়। এ সময় তার পরিচয় জানতে চাইলে সে কোনো জবাব না দিয়ে আয়শার পেছনে পেছনে তার বাড়িতে চলে আসেন। তারপর থেকে গত ২৪ দিন ধরে ওই যুবতী আয়শার আশ্রয়েই আছেন। আয়শা সাধ্য অনুযায়ী তার থাকা খাওয়ার ব্যবস্থা করছেন। প্রতিবন্ধী যুবতী আট মাসের গর্ভবতী বলেও ধারণা করছেন স্থানীয়রা। স্থানীয়দের মতে, ‘ ওই যুবতীকে খাতা কলম দিলে কোনোমতে আকলিমা লিখতে পারলেও আর কিছু লিখতে পারেনি তিনি। যার কারণে তার স্বজনদের খোঁজ মিলছে না।

আয়শা বেগম জানান, ‘স্বামীর মৃত্যুর পর প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকি। বাবা নেই, মানসিক প্রতিবন্ধী মা মারা গেছেন পাঁচ বছর আগে। বাবার বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি করে নিজের এবং প্রতিবন্ধী ছেলের ভরন পোষন চালান তিনি। তার ওপর অচেনা যুবতীর ভরন পোষন ও সার্বক্ষনিক সেবা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকে। শনিবার স্থানীয় এক বিত্তবানের সহায়তায় উপজেলা সদর থেকে ওই যুবতীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করিয়ে ওষুধ নিয়েছি। তাকে একা রেখে এখন বাইরে যেতে পারছি না।’

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হলে বিষয়টি আমার নজরে আসে। শনিবার সন্ধ্যায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাসির উদ্দিনকে নিয়ে আয়শা বেগমের বাড়িতে যাই এবং প্রতিবন্ধী মেয়েটির খোঁজখবর নিয়েছি। তাকে শীতবস্ত্রসহ নগদ ১০ হাজার টাকা অনুদান দিয়েছি।’

তিনি বলেন, ‘ওই যুবতীর প্রসবকালীন সকল চিকিৎসা ও পরবর্তী সময়ে আবাসন এবং জীবনযাপনে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সাহায্য দেয়া হবে বলেও জানান তিনি।’


আরো সংবাদ



premium cement
৪ আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে ইসরাইলের মানচিত্র প্রকাশ বেনাপোল দিয়ে পণ্য রফতানিতে ১১ শর্ত লেবানন থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহারের আহ্বান কর্তৃপক্ষের সংবিধান কারো বাপের না : হাসনাত আব্দুল্লাহ চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম নারীকে হিন্দু দাবিতে প্রচার বাড়ি ফিরে মাকে চুমু খেতেন রিফাত, প্রতিদিন ডুকরে কাঁদেন মা ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলায় যোগ দিল আয়ারল্যান্ড বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে শহীদ মিনারে ‘গণজমায়েত’ শৈত্যপ্রবাহ না থাকলেও শীতে কাঁপছে দেশ

সকল