নোয়াখালীতে ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত, গ্রেফতার ২
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭
নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আহত হয়েছেন। আহতরা হলেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত (২৪), স্থানীয় ছাত্র মামুনুর রশীদ তুষার (২৬) ও হাসান আহম্মেদ গালিব (২৬)।
শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে জেলা শহর মাইজদীর মধুসূদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা শহর মাইজদীর হকার্স মার্কেটের একটি দোকান নিয়ে আগে থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় ওই দোকানের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় সেখানে গিয়ে সমন্বয়করা কথা বলেন। পরে পাশের সেনাক্যাম্পে গিয়ে বিষয়টির সমাধান হয়। কিন্তু সমন্বয়করা যখন সেনাবাহিনীর ক্যাম্পের দিকে যান তখন কে বা কারা তাদের ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে, সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে।
ফেসবুকের স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে রাত দেড়টার দিকে সত্যতা যাচাইয়ের জন্য যাদের সাথে ঝামেলা হয় তাদের সাক্ষাৎকার নিতে যান সমন্বয়করা। তখন কে বা কারা সমন্বয়কদের মারধর করে। শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাপ্পী (২৮) ও ফাহাদ (৩০) নামে দুইজনকে আটক করা হয়েছে।
নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জকি হোসেন বলেন, এ হামলার সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী জড়িত। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা