ব্রাহ্মণবাড়িয়ায় ২ ভারতীয় চোরাচালানী আটক
- আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- ০৫ জানুয়ারি ২০২৫, ১৩:০৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দু’ভারতীয় চোরাচালানী আটক হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে ৬০ বিজিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার অষ্টমঙ্গল সীমান্ত থেকে ৬০ বিজিবির সালদানদী বিওপির সদস্যরা তাদের আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কসবা সালদানদী বিওপির সদস্যরা অষ্টমঙ্গলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাংলাদেশের এক কিলোমিটার ভেতরে মো: রাজু আহমেদ (২৬) ও মো: সোহাগ হাসান (২৫) নামে দু’ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করে বিজিবি। আটকরা ভারত ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গগোলা গ্রামের বাসিন্দা।
বিজিবির জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ভারত থেকে বাংলাদেশে চোরাইপণ্য পাচার কাজে জড়িত। চোরাইপণ্য পাচারে সহায়তা করতে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল তারা।
৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, ‘আটক দু’জন ভারতীয় নাগরিক। তারা সীমান্তে চোরাচালানের সাথে জড়িত। অবৈধভাবে বাংলাদেশের ভেতরে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে থানায় সোপর্দ করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা