০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার ফিরে আসার নজির নেই : মাওলানা আব্দুল হালিম

- ছবি - নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো: আবদুল হালিম বলেছেন, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার ফিরে আসার নজির নেই। জনগণের ভোট দেয়ার সময় এসেছে। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল করতে হবে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম আরো বলেন, জামায়াতে ইসলামী ইনসাফের ভিত্তিতে সমাজ গঠন করতে চায়। এ বাংলাদেশ হবে সব নাগরিকের বাংলাদেশ। জামায়াতের কাছে হিন্দু, মুসলিম ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষই নিরাপদ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। স্থানীয় গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিল্লা মেডিক্যাল সেন্টারের পরিচালক ডা. ফজলুর রহমান মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক পরিচালক ড. জাহাঙ্গীর হোসেন, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, উপজেলা শিবিরের সাবেক সভাপতি মনির হোসাইন মজুমদার, শিবিরের কুমিল্লা জেলা পূর্বের বর্তমান সভাপতি মহিউদ্দিন রনি, হাজী মরণ আলী ইসলামীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান মোত্তালিব, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এ এন এম আবু তাহের, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি আবু ইউসুফ। শ্রীপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন মিলন ও ওয়ার্ড জামায়াতের সভাপতি এস এম খোরশেদ আলম ছাড়াও কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করে ময়নামতি শিল্পীগোষ্ঠী।


আরো সংবাদ



premium cement