০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

কুমিল্লার মাধাইয়া বাজারে আগুনে ভস্মীভূত শতাধিক দোকান

- ছবি : নয়া দিগন্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে আগুনের ঘটনায় শতাধিক দোকানপাট ভস্মীভূত হয়েছে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল জানান, আমাদের বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে। সবাই নিঃস্ব হয়ে গেছে। ক্ষতি নিরূপণের চেষ্টা করছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস বলেন, একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনের দু’টি করে তিন স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।


আরো সংবাদ



premium cement