নোয়াখালীতে যুবদলকর্মীকে হত্যা, গ্রেফতার ২
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩
নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে ছাল্লা কবির নামের এক যুবদলকর্মীকে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ।
শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, এদিন মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে গলাকেটে হত্যা করে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত।
জানা গেছে, একই এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী আলাউদ্দিনের সাথে ছাল্লা কবিরের র্দীঘদিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই এ হত্যাকাণ্ড হতে পারে।
নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সেক্রেটারি নুরুল আমিন খান এক যৌথ বিবৃতিতে কবিরকে যুবদলের কর্মী দাবি করে বলেন, সুজায়েতপুর জামে মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার সময় একটি সিএনজি অটোরিকশায় করে মুখোশ পরা আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। আমরা তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এদিকে এ ঘটনায় কবিরের মা আনোয়ারা বেগম বেগমগঞ্জ মডেল থানার পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ইতোমধ্যে শহীদ প্রকাশ কামাল (৪০) ও শাহা আলম (৫৪) নামের দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন এ দু’জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নোয়াখালী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ছাল্লা কবিরের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা