২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল, সম্পাদক মাসুম

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে ২০২৫-২০২৬ সেশনের জন্য শ্রমিক নেতা মিসবাহুল আলম রাসেলকে সভাপতি ও আশরাফ হোসাইন মাসুমকে সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইউসুফ বিন আবু বকর।

সম্মেলন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম।

শ্রমিক নেতা মিসবাহুল আলম রাসেলের সভাপতিত্বে ও আশরাফ হোসাইন মাসুমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম অঞ্চল ও সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগরী অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মু. ইউসুফ বিন আবু বকর।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি জসিম উদ্দীন আজাদ, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, সেক্রেটারি মুহাম্মদ তাহের, জামায়াত নেতা কুতুব উদ্দীন শিবলী, আবুল হোসাইন প্রমুখ।


আরো সংবাদ



premium cement