২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লংগদুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বার্ষিক সম্মেলন

-

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল নয়টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে সমাবেশে মিলিত হয়।

ফেডারেশনের লংগদু উপজেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল হক। প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ ইসহাক।

প্রধান বক্তা ছিলেন শ্রমিক ফেডারেশনের রাঙ্গামাটি জেলা উপদেষ্টা এবিএম তোফায়েল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, লংগদু উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা নাছির উদ্দীন ও শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যা্ডভোকেট জিল্লুর রহমান।

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর লংগদু উপজেলার নায়েবে আমির মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিক, ইসলামী ছাত্রশিবিরের শাহেদ আলম ইমন প্রমূখ।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য মঞ্জুরুল হককে সভাপতি, খন্দকার মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক ও হায়দার আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।


আরো সংবাদ



premium cement