নোয়াখালীতে আমেরিকা প্রবাসী ডাক্তারের মৃত্যু
- নোয়াখালী অফিস
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০০
বাংলাদেশে ফেরার পথে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন বিমানবন্দরে হার্ট অ্যাটাকে নোয়াখালীর কবিরহাট উপজেলার ওমর ফারুক সাবের (৫৬) নামে এক প্রবাসী ডাক্তারের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওমর ফারুক সাবের উপজেলার বাটইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাটইয়া মিয়া বাড়ির নুর আহম্মদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ওমরের বন্ধু নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল।
তিনি বলেন, ‘১৯৯৫ সালে ওমর ফারুক ঢাকা মেডিক্যাল কলেজ থেকে পাস করেন। তিনি ওই কলেজের ৪৫তম ব্যাচের ছিলেন। এরপর ১৯৯৮ সালে তিনি আমেরিকা পাড়ি জমান। সেখানে আমেরিকার বোস্টন শহরে তিনি একাধিক হাসপাতালে চিকিৎসা দিতেন। গত ১০ ডিসেম্বর তিনি দেশে আসার জন্য আমেরিকার বোস্টন বিমানবন্দরে আসেন। সেখানে তিনি আকস্মিক হার্ট অ্যাটাক করেন। ১৫ দিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। বুধবার ওই দেশের স্থানীয় সময় ভোর ৫টার দিকে তিনি মারা যান।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা