রাঙ্গামাটির কাপ্তাইয়ে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতিকে কুপিয়ে হত্যা
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৮
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ওবায়দুল্লাহকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একই ইউনিয়ন এর ৫ নম্বর ওয়ার্ডের বালুখালি এলাকার বাসিন্দা।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, 'নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি। সোমবার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, 'সোমবার রাতে ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি রাতে কারিগর পাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ এলাকা বালুখালীর দিকে যাচ্ছিলেন। বালুখালী এলাকাটি দুর্গম এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত আমরা এখনো কিছু জানতে পারেনি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।'
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করে নাই। অভিযোগ দায়ের করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং তদন্ত করে এই ঘটনায় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা