২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’

নোয়াখালীতে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জেলা আমির ইসহাক খন্দকার - ছবি : নয়া দিগন্ত

যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার বলেছেন, ‘এদেশের মানুষ আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ৩০০ আসনেই ক্ষমতায় দেখতে চায়। তাই জামায়াতের প্রতিটি নেতা-কর্মীকে মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে।’

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে আমিশাপাড়া খলিলুর রহমান কামিল মাদরাসার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিশাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান হানিফ মোল্লা, নায়েবে আমির রহিম উল্লাহ বিএসসি।

আমিশাপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মো: আলা উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আবদুল জলিলের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ফিরোজ আলম ভূট্রো, নোয়াখালী শহর ছাত্রশিবির নেতা হাবিবুর রহমান সাকিব।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির আরো বলেন, ‘আওয়ামীলীগ ১ আগস্ট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছে। শেখ হাসিনা পাঁচ দিনের মধ্যে ৫ আগস্ট দলীয় নেতা-কর্মীদের এতিম করে বিদেশে পালিয়ে গেছেন।’

এ সময় আরো উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement