২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হেপাটাইটিস সি প্রতিরোধে ইইউ’র ১০ লাখ ইউরো বরাদ্দ

- ছবি : সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হেপাটাইটিস সি’র আশঙ্কাজনক বিস্তাররোধে ১০ লাখ ইউরো মানবিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ’র অর্থায়ন তার ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ইসিএইচও) বিভাগের মাধ্যমে প্রদান করা হচ্ছে।

ইইউ মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, এই তহবিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং এর অংশীদার, যারা ক্যাম্পগুলোতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সরবরাহ করছে, তাদের নেতৃত্বাধীন পরিকল্পনায় সহায়তা করবে।

এই পরিকল্পনায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার ব্যক্তির স্ক্রিনিং এবং প্রায় ১ লাখ ৩৫ হাজার হেপাটাইটিস সি রোগীর চিকিৎসা কার্যক্রম রয়েছে।

সর্বশেষ এই বরাদ্দে বাংলাদেশকে মানবিক সহায়তায় এ বছর ইইউ এরই মধ্যে ৫৪ মিলিয়ন ইউরো দিয়েছে।

এসব তহবিল কক্সবাজারে রোহিঙ্গাদের পাশাপাশি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় রেমাল এবং তীব্র মৌসুমী বন্যার মতো অন্যান্য জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় সাহায্য করছে। প্রায় দশ লক্ষ রোহিঙ্গার আশ্রয়স্থল কক্সবাজারে হেপাটাইটিস সি-এর একটি ব্যতিক্রমী উচ্চ প্রকোপ দেখা যাচ্ছে এবং এটি এ অঞ্চলের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশকে আক্রান্ত করছে। হেপাটাইটিস সি ইস্যু ছাড়াও, রোহিঙ্গারা তাদের মৌলিক চাহিদা মেটাতে মানবিক সহায়তার উপর উল্লেখযোগ্যভাবে নির্ভর করে চলেছেন। এ ছাড়া বর্তমানে এই চলমান সমস্যার কোনও দীর্ঘমেয়াদী সমাধান দৃশ্যমান নয়।

একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে ব্রাসেলস থেকে মাঠ পর্যায়ের কার্যালয়গুলো পরিচালিত হয়। ইসিএইচও প্রতি বছর সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ লাখ লাখ মানুষকে মানবিক সহায়তা দেয় এবং মূল্যায়নকৃত প্রয়োজনের ভিত্তিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের অগ্রাধিকার দেওয়া হয়।


আরো সংবাদ



premium cement
শহীদ আবু সাঈদকে কটূক্তি : ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী সোনারগাঁওয়ে ছেলের হাতে বাবা খুন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে বিনা খরচে ঠোঁটকাটাদের অপারেশন ক্যাম্প বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনে শান্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা নাটোরে চুরির ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার : প্রেস উইং আ’লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়া হবে না : আখতার হোসেন সোনাগাজীতে ডাকাতদলের সর্দার গ্রেফতার আয়করের ভীতি : সঠিক তথ্য পেতে হিমশিম অর্থনৈতিক শুমারির মাঠকর্মীদের সাদুল্লাপুরে আ’লীগ নেতা গ্রেফতার হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক পুলিশ ভেরিফিকেশনে কী দেখা হয়? এটি বাতিলের সুপারিশ কতটা বাস্তবসম্মত

সকল