২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার সাবেক চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী - ছবি : নয়া দিগন্ত

চকরিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদীকে ফেনীর মহিপাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে চকরিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, শুক্রবার রাতে প্রাইভেটকারযোগে ঢাকা যাওয়ার পথে ফেনীর মহিপাল এলাকা থেকে সাঈদীকে আটক করে র‍্যাব।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে র‌্যাবের হাতে আটকের পরে ফজলুল করিম সাঈদীকে আজ শনিবার দুপুরে থানায় সোপর্দ করা হয়। এরপর তাকে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

তিনি আরো জানান, এসব মামলায় সাঈদী এজাহারনামীয় আসামি এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে থানায় এসব মামলা রুজু করা হয়। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement