চকরিয়ায় ইট তৈরির কারখানায় ২ শ্রমিকের মৃত্যু
- রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)
- ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:০৩, আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫৫
চকরিয়া পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের আমান্যারচর এলাকায় মাস্টার মাইন নামে ইট তৈরির কারখানায় মেশিনের সাথে আটকা পড়ে দু’শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা গ্রামের রুহুল কাদেরের ছেলে জিহান (১৮) ও ফাঁসিখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঘুনিয়া গ্রামের শাহজানের ছেলে মোহাম্মদ শাহীন (১৯) বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, তারা দু’জন প্রতিদিনের মতো মাস্টার মাইন ইট তৈরির কারখানায় কাজ করতে যান। কাজ শেষে মেশিন পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎচালিত মিক্সার মেশিনের পাখায় আটকা পড়েন। এ সময় কারখানার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার এসআই মোস্তাকিম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা