১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিজয়নগরে গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে আরেকটি মামলা

ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরী - ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিতর্কিত ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

রোববার রাতে পুলিশ বিজয়নগর থানায় মামলাটি দায়ের করে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো: রওশন আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতেই পুলিশের কাজে বাধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ছয়জনকে আটক করা হয়।

জানা গেছে, শনিবার রাতে উপজেলার চর-ইসলামপুরে বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ মাহফিলে মঞ্চ থেকে তাকে গ্রেফতার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে তিনি বাড়ির পেছন দিয়ে একটি বিলের মধ্য দিয়ে পালিয়ে যান। এ সময় তাহেরীর ভক্তরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় রোববার বিকেলে তাহেরীকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে পুলিশ মামলা দায়ের করে। এ মামলায় অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর আখাউড়া থানায় সাব-ইন্সপেক্টর (এসআই) বাবুল তাকে প্রধান আসামি করে ১৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।


আরো সংবাদ



premium cement
‘বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন’ জবাবদিহির সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে : তারেক রহমান আনন্দমুখর পরিবেশে বশেমুরকৃবি’তে মহান বিজয় দিবস উদযাপিত সিরিয়ার কয়েকটি শহরের পানি ও বিদ্যুৎ লাইন কেটে দিলো ইসরাইল ‘মুক্তিযোদ্ধারা আওয়ামী বিরোধী হলে তাকেও রাজাকার আখ্যা দেয়া হতো’ সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার ওপর চাপ, ইসরাইলকে আরব দেশগুলোর নিন্দা ২৩ ডিসেম্বর ভারতজুড়ে বিক্ষোভের ডাক কৃষকদের ফতুল্লা থানা বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে আ’লীগ নেতাসহ আটক ৮ যারা দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে, তারাই দেশ ছেড়ে পালিয়েছে : জামায়াত আমির

সকল