১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফেনীতে ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

ফেনীতে ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি - ছবি : নয়া দিগন্ত

ফেনীতে ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সাইফুল ইসলামের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে এ স্মারকলিপি দেয়া হয়।

এ সময় সর্বদলীয় কমিটির আহ্বায়ক ও সরকারি কৌঁসুলি (পিপি) মেজবাহ উদ্দিন খানের নেতৃত্বে স্মারকলিপি দেয়ার সময় কমিটির সদস্যসচিব ভাসানী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এয়াকুব নবী, জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহীম, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা ইসমাইল হায়দার, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, ন্যাপ ভাসানী কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঞা, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন নান্নু, বাসদ নেতা কায়কোবাদ সাগর, জাসদ সভাপতি অ্যাডভোকেট সামসুদ্দিন মজুমদার সাচ্চু, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য শাহআলম বাদল, গেরিলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন, জেলা ছাত্রদল সভাপতি এস এম সালাহউদ্দিন মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আবদুল কাইয়ুম সোহাগ ও ওমর ফারুক শুভ উপস্থিত ছিলেন।

এর আগে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘ভারত নিজেদের স্বার্থে একাত্তরে আমাদের সহযোগিতা করেছিল। তারা গত ৫৩ বছর আমাদের থেকে সব লুটেপুটে নিয়েছে। বিগত সরকারের মাধ্যমে আমাদের নদীর পানি থেকে শুরু করে সব দখল করে নিয়েছে। তারা এখন আমাদের হুমকি দেয়। ভারতের আগ্রাসী মনোভাবের কারণে পাশ্ববর্তী কোনো দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নেই। বাংলাদেশের মানুষ আগে থেকে সচেতন। এটা মনে করবেন না, আপনারা কিছু করবেন আর বাংলাদেশের মানুষ বসে থাকবে। ফেনী দখল হলে সেভেন সিস্টার থাকবে না। বাংলাদেশ দখল হলে ভারত থাকবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। বাংলাদেশের মানুষ দেশকে আরেকটা সিকিম হতে দিবে না।’

এ সময় সংগ্রাম প্রতিনিধি এ কে এম আব্দুর রহীম, জামায়াতের শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ড আমির রুহুল আমিন, নারী নেত্রী জাহানারা আক্তার মনি, খেলাফত মজলিস নেতা মাওলানা আজিজ উল্লাহ, সংগঠক নজরুল ইসলাম সবুজ, রাজিব সরোয়ার প্রমুখ অংশ নেন।

পরে ‘দিল্লি না ফেনী, ফেনী ফেনী’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ’ বিভিন্ন শ্লোগানে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল

সকল