০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

চন্দনাইশে কলেজের পাম্পহাউজ থেকে লাশ উদ্ধার

চন্দনাইশে কলেজের পাম্পহাউজ থেকে লাশ উদ্ধার -

চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে যাওয়া অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ (২৫) উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গাছবাড়িয়া সরকারি কলেজের তালাবদ্ধ পাম্পহাউজে দাঁড়িয়ে থাকা ও তারে জড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক ইমরান আল হোসাইন নয়া দিগন্তকে জানান, পাম্পহাউজে চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, অন্তত সাত থেকে আট দিন আগের হওয়ায় লাশটি পচে-গলে গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement