০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

‘ভারত সরকারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে’

ফেনীতে খেলাফত মজলিসের মানববন্ধনে বক্তারা - ছবি : নয়া দিগন্ত

ভারত সরকারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে মন্তব্য করে খেলাফত মজলিসের নেতারা বলেছেন, ‘সম্প্রতি ভারতীয় মিডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে পুলিশের সামনে হামলা চালানো হয়েছে। এতে দূতাবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে ধৃষ্টতা দেখিয়েছে। আমরা ভারতীয় উগ্রবাদীদের এসব আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ফেনীতে এ মানববন্ধন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ‘কোনো সভ্য দেশে এই ধরণের বিদেশী দূতাবাসে হামলা হতে পারে না। ভারতীয় পুলিশ বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি করছি, অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর জন্য ভারত সরকারকে কড়া বার্তা দিতে হবে।’

তারা আরো বলেন, ‘ভারত খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। খুনি হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। ইসলাম এবং দেশের প্রশ্নে বাংলাদেশের জনগণ কাউকে ছাড় দেবে না।’

শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খেলাফত মজলিস ফেনী শহর শাখার আয়োজনে শহর সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জোনের সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত। বিশেষ অতিথির ছিলেন জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মোজাফফর আহমদ জাফরী।

শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী, ফেনী শহর শাখার সহ-সভাপতি মাওলানা ফজলুল করীম, ফেনী সদর উপজেলা সভাপতি মাওলানা করিমুল্লাহ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, দাগনভুঁইয়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সা'দ উদ্দিন, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি আবদুল আউয়াল রাকিব, সাবেক সভাপতি মুহাম্মদ আবুল বশর, সেক্রেটারি আবদুল্লাহ আল নাঈম, শহর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল