চট্টগ্রাম বিভাগীয় ২৯তম হুফফাজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ০২ ডিসেম্বর ২০২৪, ২১:০৩
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ-২ কর্তৃক আয়োজিত ২৯তম হিফ্জুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দিনব্যাপী চৌদ্দগ্রাম মাদরাসা-ই হোসাইনিয়া দারুল উলুম মাদরাসায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৩৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ৩৫ জন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আবদুল হক।
ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টা ও সভাপতি আলহাজ্ব সাইয়েদ জাকারিয়ার সভাপতিত্বে, মুফতি সাইয়েদ আবদুল আউয়াল, হাফেজ এমদাদুল হক, হাফেজ ইকবাল হোসেন ও হাফেজ মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান, চৌদ্দগ্রাম মাদরাসা-ই হোসাইনিয়া দারুল উলুম পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন আহমেদ ভূঁইয়া, আব্দুল মালেক চৌধুরী, মোশারফ হোসেন জিপু চৌধুরী, আমিরুল ইসলাম ভূঁইয়া আজাদ, ব্যবসায়ী ইসহাক দুলাল মুহুরী, মাওলানা নুরুল হুদা, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ-২ এর সেক্রেটারি মাওলানা ওবায়ের কাসেমী, কোষাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ উল্লাহ।
প্রতিযোগিতায় পবিত্র কুরআনের ৫ পারা, ১০ পারা, ২০ পারা হিফ্জ তিনটি গ্রুপে ও ১০ বছর বয়সে যারা পূর্ণ কুরআন হিফজ করেছে-এমন কোমলমতি ছাত্ররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা উপলক্ষে চৌদ্দগ্রাম মাদরাসা-ই হোসাইনিয়া দারুল উলুম পবিত্র কুরআনের হাফেজদের মিলনমেলায় পরিণত হয়।