০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কক্সবাজারে ৩ মাদক কারবারির সম্পদ জব্দ করেছে দুদক

-

কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফের তিনজন মাদক কারবারির সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তারা হলেন- মাহমুদুল করিম খোকা, মো: সিদ্দিক ও মোহাম্মদ আলী।

সোমবার (২ ডিসেম্বর) তাদের সম্পদ জব্দ করে দুদক।

দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সুবেল আহমেদ জানান, কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদেশ পেয়ে ওই তিনজন মাদক কারবারির সম্পদ জব্দ করা হয়েছে। একইসাথে ওই সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগ দেয়া হয়েছে।

আদালত দুদকের তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ওই আদেশ দিয়েছেন।

সূত্র জানায়, কক্সবাজারের উখিয়া উপজেলার লম্বাঘোনা এলাকার মৃত ফকির আহমেদের ছেলে মাহমুদুল করিম খোকার ৭২ লাখ ৭০ হাজার টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। ওই সম্পত্তি তিনি বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করেছেন।

তার স্থাবর সম্পদের মধ্যে কক্সবাজার শহরের ঝিলংজা মৌজায় ৫ দশমিক ৬ শতক নাল জমি এবং অস্থাবর সম্পদের মধ্যে আছে মিনিবাস ও মাইক্রোবাস।

এই সম্পদ ক্রোক করার পর কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি), কক্সবাজার সদর সাবরেজিস্ট্রার ও কক্সবাজার বিআরটিএ’র সহকারী পরিচালককে রিসিভার নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে টেকনাফের মৌলভীপাড়ার মৃত হাজী কালা মিয়ার ছেলে মোহাম্মদ আলীর ১ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার ২১০ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। ওই সম্পত্তি তিনি বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করেছেন।

এই সম্পদের মধ্যে রয়েছে- টেকনাফ মৌজার ২৬ দশমিক ৬৭ শতক জমি, ওই জমিতে ২০১৭ সালে সেমিপাকা স্থাপনা নির্মাণ, একই মৌজার ৬০ শতক জমি, ২০১৪ সালের ১১ ডিসেম্বর কেনা ২০ শতক জমি ও ২০১৪ সালের ৯ এপ্রিল কেনা এক একর ২০ শতক জমি।

এই জমি ক্রোক করার পর টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) ও টেকনাফের সাব-রেজিস্ট্রারকে রিসিভার নিয়োগ করা হয়েছে।

অপরদিকে টেকনাফের বড় হাবিরপাড়ার মৃত আমির আলীর ছেলে মো: সিদ্দিকের ৯৬ লাখ ৪৭ হাজার টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। ওই সম্পত্তি তিনি বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করেছেন।

এই সম্পদের মধ্যে রয়েছে- ২০১২ সালের ২৩ এপ্রিল কেনা টেকনাফ মৌজার এক একর ৬১ শতক নাল জমি, একই মৌজায় ২০১২ সালের ২৭ ডিসেম্বর কেনা দুই একর ১০ শতক নাল জমি ও ২০১৩ সালের ১২ নভেম্বর কেনা ২৯ দশমিক ৫০ শতক খিলা ও ভিটা জমি।

এই জমি ক্রোক করার পর টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) ও টেকনাফের সাব-রেজিস্ট্রারকে রিসিভার নিয়োগ করা হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
চিন্ময়ের ঘটনায় আইনজীবী হত্যা : ৯ জন শ্যোন এরেস্ট, ৮ জনের রিমান্ড কৃষিবিদ গ্রুপ রিয়েল অ্যাস্টেট একক আবাসন মেলার উদ্বোধন বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেয়ার অনুমতি দেয়নি বিটিআরসি চট্টগ্রাম বিভাগীয় ২৯তম হুফফাজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে রিট আগরতলার হাইকমিশনে ভাঙচুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের স্বাধীন সত্তা স্ববিরোধিতায় আবদ্ধ আবরার ফাহাদ র‌্যাগিংয়ের কারণে খুন! ইসকন বটিকায় সর্বনাশা চক্রান্ত আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে এক থাকতে হবে

সকল