নাইক্ষ্যংছড়িতে আ’লীগের দুই নেতা কারাগারে
- নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা
- ২৮ নভেম্বর ২০২৪, ২০:২১
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতার মামলায় আওয়ামী লীগের দু’ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
তারা দু’জন হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানি এবং দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান। তারা দু’জনই উপজেলা আওয়ামী লীগ নেতা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ‘চলতি মাসের ১০ নভেম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের বিছামারা এলাকায় নাশকতার অভিযোগে এ দু’ চেয়ারম্যানসহ ৬৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করেন উপ-পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন।’
এ বিষয়ে পুলিশ পরিদর্শক মো: রেজাউল করিম মজুমদার বলেন, ‘আদালতের নির্দেশে তাদের দু’জনকেই কারাগারে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা