আইনজীবী হত্যা : কর্মবিরতিসহ চট্টগ্রাম আইনজীবী সমিতির ৬ সিদ্ধান্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ নভেম্বর ২০২৪, ২৩:০০
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো আদালতের সব ধরনের কার্যক্রমে কর্মবিরতি থাকবে। এছাড়া জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজনসহ আরো পাঁচ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য লোহাগাড়া নিবাসী এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে বিগত ২৬ নভেম্বর মঙ্গলবার পেশাগত দায়িত্ব পালনকালে উগ্রবাদী সংগঠন ‘ইসকন’-এর সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির জরুরি সভায় নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
সিদ্ধান্তসমূহ হলো সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ করা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের সকল আদালতের কাক্রক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের আত্মার মাগফেরাত কামনায় বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিল, একইদিনের অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল।
এছাড়া আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় আইনজীবী দোয়েল ভবনের সম্মুখ থেকে শোক মিছিল অনুষ্ঠিত হবে এবং সমিতির বার্ষিক ইনডোর গেইমস স্থগিত ঘাকবে।
এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ঘোষণা দেন, সহকর্মী হত্যার প্রতিবাদে আজ (বুধবার) সব আদালতে আইনজীবীদের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। সেই অনুযায়ী আজ কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রামের আইনজীবীরা।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা