‘অভ্যুত্থানকে নস্যাৎ করতে চাইলে শক্ত হাতে মোকাবেলা করা হবে’
- কুমিল্লা প্রতিনিধি
- ২৭ নভেম্বর ২০২৪, ১৯:৪৭
ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ ও ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে একটি মহল উঠে-পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার নেতারা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর আড়াইটায় নগরীর টমছম ব্রিজ এলাকায় শিবিরের ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন শিবির নেতারা।
তারা বলেন, ‘জুলাই শহীদদের পরিবার এখনো আতঙ্কগ্রস্ত। তারা বিচার পাবে কিনা তা অনিশ্চিত। কোনো মহল জুলাইয়ের অভ্যুত্থানকে নস্যাৎ করতে চাইলে তা শক্ত হাতে মোকাবেলা করা হবে।’
নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, সম্প্রীতির বাংলাদেশে উগ্রবাদের ঠাঁই নেই ও ইনকিলাব জিন্দাবাদসহ বিভিন্ন স্লোগান দেন তারা।
পরে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশে মিলিত হয়।
মহানগর শিবির সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে ও সেক্রেটারি হাছান আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহীসহ অন্য নেতারা।ৃ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা