২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চট্টগ্রামে নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ

- ছবি : ইউএনবি

চট্টগ্রামে প্রায় ১০ কোটি টাকা সরকারি শুল্ক ফাঁকির অভিযোগে নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা।

সোমবার রাতে নগরীর খুলশী থানা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মো: বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। নগরীর পশ্চিম খুলশী ১ নম্বর রোডের রোজ ভ্যালির হাছান টাওয়ার-১-এ গাড়িটি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মো: ওসমান গনি নামে এক ব্যক্তি অন্য একটি প্রতিষ্ঠান থেকে দেড় কোটি টাকায় গাড়িটি কিনেছেন। তার কাছ থেকে গাড়িটি কিনে নেন মো: পারভেজ উদ্দিন।

গাড়িটির গায়ে নিশান পেট্রোল লেখা থাকলেও চেসিস নম্বর দিয়ে ওয়েবসাইটে সার্চ করে নিশান সাফারি পাওয়া যায় এবং গাড়িটিতে ৮২৭ শতাংশ অর্থাৎ আনুমানিক ১০ কোটি টাকা শুষ্ক-কর ফাঁকি দেয়া হয়েছে বলেও জানান কাস্টমস অফিসের এই কর্মকর্তা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল