২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস : মামুনুল হক

কুমিল্লায় মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মাওলানা মামুনুল হক - ছবি : নয়া দিগন্ত

৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ‘৫ আগস্টের বিপ্লবের অন্যতম শক্তি হলো বাংলার তৌহিদী জনতা। এই বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে বিপ্লব। এটাকে আমি এখনই ইসলামের পূর্ণাঙ্গ বিপ্লব বলতে চাচ্ছি না। তবে অবশ্যই এতটুকু বলবো এই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস।

সোমবার দিবাগত রাতে কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহ মাঠে জেলা কওমী মাদরাসা পরিষদের মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেমন সুবহে সাদিকের উদয় ঘটে, সুবহে সাদিকের আলো দিয়ে যেমন বুঝা যায়, সূর্যের উদয় সন্নিকটে। তেমনি ৫ই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বাংলার মাটিতে অনিবার্য ইসলামী বিপ্লব হবে। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের শাসনতন্ত্র কায়েম হবে। সংবিধান হবে কোরআনের সংবিধান। রাজনীতি হবে খেলাফতের রাজনীতি।’

সংবিধান সংস্কারের দাবি জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, ‘আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন ও সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন, কোনো নীতিমালা কার্যকর হবে না।’


আরো সংবাদ



premium cement

সকল