২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২

কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ - ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু ও দুই শিশু নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। রোববার (২৪ নভেম্বর) বিকেলের দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বিচ পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, মৃত ও নিখোঁজ শিশু তিনজনেই টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খোনকার পাড়া আশরাফিয়া দারুল নাজাত হিফজখানার ছাত্র। মৃত শিশুর নাম নুর কামাল (১০)। তার লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।

নিখোঁজ একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) ও মো: নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)।

স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, রোববার বিকেলে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০ থেকে ১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিখোঁজ রয়েছে অপর দু’শিশু।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম এসেছে কোস্টগার্ডসহ আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি।

মৃত উদ্ধার শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল